Advertisement

Responsive Advertisement

নেতাজি প্লে ফোরাম সেন্টারের উদ্যোগে হবে "পেটুক সমাবেশ"


আগরতলা, ১৯ডিসেম্বর : শীতের মরসুমকে কেন্দ্র করে আগরতলা শহরে চলছে নানা ধরনের মেলা, প্রদর্শনী, উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে নতুন সংযোজন "পেটুক সমাবেশ"। নেতাজি প্লে ফোরাম সেন্টারের উদ্যোগে গত বছর থেকে শুরু হয়েছে এই উৎসব। আগামী ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠে হবে এবছরের এই অনুষ্ঠান। এউপলক্ষে প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি থাকবে একাধিক খাদ্য সামগ্রী স্টল। ভোজন রসিকরা এখানে নানা খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারবেন। তবে অবশ্যই নিজের গাটের পয়সা খরচ করে। গত বছর বেস ছাড়া জাগিয়েছিল এই অভিনব আয়োজনটি। তাই এবছরও পেটুক সমাবেশের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার নেতাজি প্লে ফোরাম সেন্টারে কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ