আগরতলা, ২৭ ডিসেম্বর : বুধবার ত্রিপুরা প্রদেশ বিজেপির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কদমতলা মন্ডলের অন্তর্গত আর ডি ব্লকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক "বিকশিত ভারত সংকল্প যাত্রা"র সরাসরি সম্প্রচার অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে ত্রিপুরা প্রদেশ ওবিসি মোর্চার সভাপতি তথা ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট সমীর রঞ্জন ঘোষ প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কদমতলা মন্ডল সভাপতি, ব্লক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কার্যকর্তারা।
প্রধানমন্ত্রীর সরাসরি সম্প্রচার ও জনগণের উদ্দেশ্যে মূল্যবান ভাষণ শেষ হলে, ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি অ্যাডভোকেট সমীর রঞ্জন ঘোষ উপস্থিত কার্যকর্তাদের সামনে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনিক বিষয় ও প্রধানমন্ত্রী মোদির বিগত সাড়ে ৯ বছরের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প গুলি স্বল্প সময়ের মধ্যে অত্যন্ত সুচারু ভাবে তুলে ধরেন। উপস্থিত জনতা মন্ত্রমুগ্ধের মত উনার এই কথাগুলো শুনেন, বক্তব্য শেষে করতালিতে ভরিয়ে তোলেন।
0 মন্তব্যসমূহ