Advertisement

Responsive Advertisement

তামাক নিয়ন্ত্রণের বিষয়ে সাংবাদিকদের সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


আগরতলা, ২৬ ডিসেম্বর: ভলানটারী হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা ১৯৯২ সাল থেকে তামাক-ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করে চলেছে। এ কাজে আজ, মঙ্গলবার যৌথ অভিযানে সংযুক্ত হয়েছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। বেলা ১১ টায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে "টোবাকো কন্ট্রোল" বিষয়ের উপর যৌথ উদ্যোগে মিডিয়া সেন্সিটাইজেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শুরুতে স্বাগত ভাষণ রাখেন ভ্যাট-এর প্রজেক্ট ম্যানেজার সুজিত ঘোষ। মুখ্য আলোচনায় অংশ নিয়ে অতিরিক্ত স্টেট নোডাল অফিসার ডা শুভঙ্কর পাল, লিগেল কনসালটেন্ট অভিমন্যু দত্ত এবং চেন্নাই থেকে অনলাইনে মেরি অ্যানি চ্যারিটি ট্রাস্ট-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সিরিল আলেকজান্ডার মুখ্যত প্রচার অভিযানের পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইনের সঠিক প্রণয়ন, প্রশিক্ষণ কর্মসূচি, নিয়মিত সভা করা সহ পুস্তিকা, প্রচার পত্র এবং শিক্ষামূলক সামগ্রী তৈরির প্রতি গুরুত্ব আরোপ করেছেন। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষে ৩৫ জন সিনিয়র এবং জুনিয়র সাংবাদিক আলোচনা চক্রে অংশগ্রহণ করেন এবং প্রত্যেকেই মতবিনিময়ের মাধ্যমে তামাক বিরোধী অভিযানে সাধ্য অনুযায়ী এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেন। সবশেষে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক সন্তোষ গোপ উনার বিষয়ভিত্তিক আলোচনায় জেলাস্তরে এ ধরনের ওয়ার্কশপ আয়োজনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ভাবে বৃহৎ আয়তনের একদিনের কর্মশালা আয়োজনের আহ্বান জানান। তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জ্ঞাপন করেন। ওয়ার্কশপে ভ্যাট এর এডমিন অফিসার জ্যোতির্ময় মজুমদার, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি অভিষেক দে, রঞ্জন রায়, ট্রেজারার চিন্ময় চৌধুরী, কার্যকরী সদস্য অভিষেক সাহা, মনীষ লোধ, সুপ্রভাত দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ