Advertisement

Responsive Advertisement

নতুন করে ৩০হাজার নাম সামাজিক ভাতা তালিকায় অন্তর্ভুক্ত করা বিজেপির তরফে ধন্যবাদ

আগরতলা, ৩০ ডিসেম্বর : রাজ্য সরকার প্রায় ৩০হাজার মানুষকে নতুন করে বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পে অন্তরভূক্ত করেছেন। এর ফলে তারা নতুন করে প্রতিমাসে ভাতা পাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের স্বাগত জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে এই জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে প্রদেশ বিজেপির ধন্যবাদ জানান।
তিনি বলেন, ২৯ হাজার ৪১০ জনের নাম ভাতা প্রদানকারীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বৃদ্ধ ভাতা প্রদান করা হবে ১৪ হাজার ১৯৭ জনকে, বিধবা ভাতা দেওয়া হবে ১ হাজার ৬৫৩ জনকে, স্বামী পরিত্যক্ত ভাতা দেওয়া হবে ৫ হাজার ৩৮৮ জনকে। বয়স্ক অবিবাহিত মহিলা ভাতা ৪২০ জনকে দেওয়া হবে। দিব্যাঙ্গন ভাতা দেওয়া হবে ১ হাজার ৯৪৬ জনকে এবং অন্যান্য ভাতা প্রদান করা হবে ৫ হাজার ৮০৬ জনকে। সাংবাদিক সম্মেলন নবেন্দু ভট্টাচার্যর সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির আরো এক মুখপাত্র অস্মিতা বনিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ