এদিন সভায় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী উপস্থিত সকল নেতৃত্ব ও কর্মীদের প্রতি আহ্বান রাখেন রাজ্যে সংগঠনকে মজবুত করার জন্য সকল সদস্যদের এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষের বিশেষ করে স্থানীয় এলাকায় মহিলাদের কোন ধরনের সমস্যা হলে তাদের পাশে দাঁড়াতে হবে। বর্তমান সময়ে মহিলা সংক্রান্ত অপরাধ সংগঠিত হলে প্রতিবাদ জানাতে এগিয়ে আসার, সেই সঙ্গে দোষীদের বিরুদ্ধেআন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন মহিলাদের নিরাপত্তার কথা চিন্তা করে আগামী দিনের সারা রাজ্যব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হবে মহিলা কংগ্রেসের উদ্যোগে।
সর্বাণী ঘোষ চক্রবর্তী সভানেত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশালগড় এলাকায় প্রথমবার এত বড় সবার আয়োজন করা হয়। স্থানীয় এলাকার মহিলা কংগ্রেস কর্মীদের মধ্যে তাকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনে তাকে দেখে নতুন করে আরো অনেকেই আসবে বলে অভিমত অনেকের।
0 মন্তব্যসমূহ