আগরতলা, ৬ ডিসেম্বর : ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ার পর বুধবার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানী আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত এই বৈঠকের পৌরহিত্য করেন প্রদেশ মহিলা কংগ্রেসের কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী। সেই সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মনসহ অন্যান্য নেত্রীরা।
প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী সংবাদ মাধ্যমের কাছে এদিনের বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে প্রথমে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটি, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মনকে ধন্যবাদ জ্ঞাপন করেন তাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার জন্য। পাশাপাশি তিনি জানান আগামী দিনে রাজ্যের মহিলাদের স্বার্থস্বম্বলিত নানা বিষয় নিয়ে আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে। তার একটি রূপরেখা তৈরি করতে এদিনের এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে ভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসছেন এই বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে এদিন বলে জানান।
0 মন্তব্যসমূহ