Advertisement

Responsive Advertisement

পূর্ব আগরতলা থানার জালে রাজধানীতে লাগাতর চুরিচক্রের আরো ১ চোর

আগরতলা, ৬ ডিসেম্বর : রাজধানী আগরতলার সিরিয়াস চুরির ঘটনার তদন্তে নেমে আরও এক চোরকে জালে তোলতে সক্ষম হলো পূর্ব আগরতলা থানার পুলিশ। গত ১৫ ও ২১ নভেম্বর আগরতলার শিবনগর এলাকার শিউলি দত্ত ও সাগরিকা চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনা ঘটে বলে পূর্ব আগরতলা থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে প্রথমে সাত চোরকে জালে তুলতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে মঙ্গলবার রাতে রাজধানীর আড়ালিয়া এলাকা থেকে আরো এক চোরকে জালে তুলে পুলিশ, বলে বুধবার সদর এসডিপিও পূর্ব আগরতলা থানায় সাংবাদিক সম্মেলন করে একথা জানান। তিনি বলেন ১৫ ও ২১ নভেম্বর আগরতলার শিবনগর এলাকার শিউলি দত্ত ও সাগরিকা চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানোর পর জন্টু মিয়ার নাম জানতে পারে। সে চুরির মালপত্র বিক্রি করা এবং বিভিন্ন বাড়িতে চুরি করা হতো সেই সকল বাড়ির তথ্য সংগ্রহ করে দিত। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া বেশকিছু স্বর্ণালঙ্কার। অভিযান জারি রয়েছে আগামী দিনে আরো চোরকে জালে তোলা হবে বলেও জানান তিনি। এই সাফল্যের জন্য তিনি পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ