আগরতলা, ১২ ডিসেম্বর : দুই জন TSR জওয়ানকে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত TSR জওয়ানর বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরে সাজা হলো। মঙ্গলবার এই সাজা ঘোষণা করলেন বিশালগরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি দেবাশীষ কর। ২০২১সালের চার ডিসেম্বর কোনাবন জিসিএস পয়েন্টে অভিযুক্ত TSR কনস্টেবল সুকান্ত দাস ছুটি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তার নিজের রাইফেল থেকে অপর দুই জন TSR জওয়ান হাবিলদার নায়েক সুবেধার মার্কা সিং জমাতিয়া, ও নায়ক সুবেদার কিরন কুমার জমাতিয়াকে গুলি করে হত্যা করে। তারপর অভিযুক্ত TSR কনস্টেবল সুকান্ত দাস ঘটনাস্থল থেকে দৌড়ে গিয়ে মধুপুর থানায় নিজের রাইফেল সহ আত্মসমর্পণ করেন। অভিযুক্ত TSR কনস্টেবলের বিরুদ্ধে পঞ্চম বাহিনীর TSR কমান্ডেন্ট রঙ্গ দুলাল দেববর্মা হত্যার অভিযোগে মধুপুর থানায় একটি ৩০২ ধারায় মামলা করেন। তৎকালীন মধুপুর থানার ওসি তাপস দাস ৩০২ ধারায় অভিযুক্ত TSR বিরুদ্ধে মামলা গ্রহণ করেন কনস্টেবল সুকান্ত দাসকে গ্রেপ্তার করেন। এই মামলার ৩৮ জনের সাক্ষ্যবাক্য গ্রহণে পর মঙ্গলবার দুপুরে অভিযুক্তের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন বিচারক বলে সরকারি আইনজীবী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ