Advertisement

Responsive Advertisement

দক্ষিণ জেলার ঠাকুরছড়া এলাকায় বাইক দুর্ঘটনায় নিহত দুই

শান্তিরবাজার, ১জানুয়ারী: রবিবার ৩১ ডিসেম্বর রাত্রি আনুমানিক ৯টায় দক্ষিণ জেলার বাইখোড়া থানায় খবর যায় ঠাকুরছড়া এলাকায় একটি বাইক দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে বাইখোড়া থানা ও জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ দুই যুবককে উদ্ধারকরে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃতবলে ঘোষনা করেন।
দুর্ঘটনায় নিহত দুই যুবক সাব্রুম মহকুমার অন্তর্গত মনু থানার অধীনে থাকা কালাডেপা এলাকার বাসিন্দা। দুই যুবকের নাম রমেশ ত্রিপুরা (১৮) ও বিমল ত্রিপুরা (৩০)। সোমবার জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে দুর্ঘটনা সম্পর্কে জানালেন বাইখোড়া থানার পুলিশ। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটে সেই বিষয়ে এখনো জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য বলে অভিমত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ