Advertisement

Responsive Advertisement

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভা অনুষ্ঠিত হলো আগরতলায়


আগরতলা, ১০ জানুয়ারি : ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সকল নেতৃত্বদের নিয়ে বুধবার এক সভা অনুষ্ঠিত হলো। রাজধানী আগরতলার মুক্তধারা অডিটরিয়ামে হয় এই সভা। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহা, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, বিধায়ক সুদীপ রায় বর্মন, ত্রিপুরা প্রদেশ যুবক কংগ্রেসের সহ-সভাপতি শাহজাহান ইসলামসহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য শাখা এবং সংগঠনের নেতৃত্বরা। এদিনের এই সভায় রাজ্যের দলের প্রতিটি সাংগঠনিক জেলা এবং ব্লক কমিটিরনেতৃত্বরা উপস্থিত ছিলেন। আগামী দিনে কি করে সংগঠনকে মজবুত করা যায় এবং ব্যাপক অংশের মানুষদের সংগঠনে নিয়ে আসা যায় এই বিষয়ে নানা আলোচনা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ