Advertisement

Responsive Advertisement

ফার্ম মেশিনারি ব্যাংকের মাধ্যমে বেকারদের ১০ লক্ষ টাকার কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়

আগরতলা, ৭ জানুয়ারি : ফার্ম মেশিনারি ব্যাংকের মাধ্যমে বেকারদের আত্মনির্ভরসহ কৃষকদের চাষাবাদে যেন সহযোগিতা হয়, সে উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফে। এই লক্ষ্যে মোট ১০লক্ষ টাকার কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে। যা ভাড়া দিয়ে যুবক যুবতীরা রোজগার করতে পারবে। আবার কৃষকদেরও প্রভূত সহযোগিতা হবে। গত পাঁচ বছরে ২৮ হাজারের উপর কৃষক পরিবারকে এর আওতায় আনা হয়েছে। রবিবার লেফুঙ্গা ব্লকে ফার্ম মেশিনারি ব্যাংকে কৃষি যন্ত্রপাতি দেয়া হয়। মোট ১০ লক্ষ টাকার যন্ত্রপাতির মধ্যে সরকার দিয়েছে ৯ লক্ষ ৫০ হাজার টাকা। বাদবাকি ৫০ হাজার টাকা দেয় সংশ্লিষ্ট কমিটি। এভাবেই কৃষিজ উন্নতি এবং আত্মনির্ভর ত্রিপুরার দিকে এগোচ্ছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ