Advertisement

Responsive Advertisement

প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি

আগরতলা, ১২ জানুয়ারি : কংগ্রেসের উদ্যোগেও শুক্রবার উদযাপন করা হলো স্বামী বিবেকানন্দের জন্মতিথি। এদিন প্রথমে রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর এক রেলির আয়োজন করা হয়। রেলিটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী, প্রদেশ যুব কংগ্রেস সহ-সভাপতি শাহজাহান ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা।  
 এদিনের এই কর্মসূচি সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, ভারতবর্ষের একজন মহান দার্শনিক ছিলেন স্বামী বিবেকানন্দ। যুব সমাজের অনুপ্রেরণা ছিলেন তিনি। কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলেও জানান।
 সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে হয় এদিনের এই কর্মসূচি। আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও কংগ্রেসের উদ্যোগে দিনটি পালন করা হয় দিনটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ