Advertisement

Responsive Advertisement

উত্তর জেলার কদমতলা বাজারের একটি দোকানে দুঃসাহসিক চুরি

অয়ন নাগ, ধর্মনগর, ২৭ জানুয়ারি: আবারো দুঃসাহসিক চুরিকান্ড সংঘটিত হলো উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা বাজার এলাকায়। বাজারের স্থায়ী ব্যবসায়ী হার্ডওয়ার দোকানের মালিক অলক দের দোকানে গভীর রাতে চুরের দল হানা দেয়। দোকানের ভেতরে থাকা জলের মোটর, ফ্যান সহ অনান্য দামি দামি সামগ্রী নিয়ে যায়। সেই সঙ্গে ক্যাশ বক্সে রাখা নগদ অর্থ চুরি করে নিয়ে যায় চোরের দল বলে অভিযোগ। শনিবার সকালবেলা দোকানের এক কর্মচারী দোকান খুলতে এসে দেখতে পান দোকানের মূল দরজার তালা ভাঙা ও দোকান খোলা অবস্থায় রয়েছে। দোকানের কর্মচারী সাথে সাথে দোকানের মালিককে জানানে উনি রাজ্যের বাইরে থাকায় ছুটে আসেন উনার বড় ভাই। খবর দেওয়া হয় কদমতলা থানায়। খবর পেয়ে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। পরবর্তীতে নিয়ে আসা হয় ঘটনাস্থলে বিএসএফের ডগ স্কোয়ার্ড। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ