Advertisement

Responsive Advertisement

রাণীরবাজারে অনুষ্ঠিত হলো ২২তম স্টেট লেভেল মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩-২৪

আগরতলা, ৭ জানুয়ারি : রবিবার রাণীরবাজার বিদ্যামন্দির মাঠে অনুষ্ঠিত হলো ২২তম স্টেট লেভেল মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩-২৪। মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রাণীরবাজার প্লে এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতার সূচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, ত্রিপুরা স্টেট মাস্টার্স অ্যাথলেটিক্স এসোসিয়েশনের সভাপতি পঙ্কজ বিহারী সাহা, রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপারসন অপর্ণা শুক্ল দাস, ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, রাণীরবাজার প্লে এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি রতন দেবনাথ, সম্পাদক উমাকান্ত দাস প্রমুখ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ