আগরতলা, ২ জানুয়ারি : চোরেদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আবারো সাফল্য পেল রাজধানীর পূর্ব আগরতলা থানার পুলিশ। প্রায় চার লক্ষ টাকার স্বর্ণালংকার সহ চার চোরকে জালে তুলতে সব কম হলো পূর্ব আগরতলা থানার পুলিশ। এই ঘটনার বিবরণ দিতে গিয়ে সদর মহকুমা এসডিপিও সেবপ্রাসাদ রায় সংবাদ মাধ্যমকে জানান, ২০২৩ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে পূর্ব আগরতলা থানা সংলগ্ন ধলেস্বর ও বনমালী পুরের বিভিন্ন জায়গায় একাধিক চুরির ঘটনা সংঘঠিত হয়। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়। এই অভিযোগ পেয়ে পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জীর নেতৃত্বে পুলিশ তদন্তে নেমে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি চার যুবককে আটক করতে সক্ষম হয়। সাংবাদিক সম্মেলনে এসডিপিও দেব প্রসাদ রায় আরো বলেন, তদন্ত চালিয়ে অভিযুক্তদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই চুরি কান্ডের মূল মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত অমিত দেববর্মা। প্রথমে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে আরো তিনজনকে জালে তুলতে সক্ষম হয়েছে বলে জানান। আটক চার জন হলো অভিজিৎ দেববর্মা (২৭) আকাশ রবি দাস (২৪) অমিত দেববর্মা (২২) এবং কমল দেববর্মা (২৪)। সদর মহকুমা পুলিশ আধিকারিক আরো বলেন, চোরেদের কাছ থেকে স্বর্ণালংকার চুড়ি কঙ্গনসহ ঠাকুর ঘরের জিনিসপত্র, নুপুরসহ আরো বেশ কিছু দামী সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে এগুলোর মূল্য প্রায় চার লক্ষ টাকা হবে বলে জানেন। অভিযুক্তদের আদালতে তোলে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান।
0 মন্তব্যসমূহ