আগরতলা, ১৪ জানুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের আরো বিপুল ভোটে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য। আগামীতেও দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নরেন্দ্র মোদিকে দেখতে চাই আমরা। সেই লক্ষ্য পূরণে রাজ্যেও ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আসন্ন নির্বাচনে ৪৫০টি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে পুন:প্রতিষ্ঠিত হবে।
রবিবার ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ২০ নং ওয়ার্ডের ১৩ নং বুথ এবং ৩৩ নং ওয়ার্ডের ৫০ নং বুথের কার্যকর্তাদের সাথে দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নিয়ে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন রং-তুলি হাতে নিয়ে দেওয়ালে ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল অঙ্কন করেন তিনি।
সামনেই ঘনিয়ে আসছে ২০২৪ লোকসভা নির্বাচন। আর কিছুদিন বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের গণতন্ত্রের অন্যতম বড় উৎসব। এই মহারণকে সামনে রেখে অনেক আগে থেকেই সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের ক্ষমতাসীন শাসক দল ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা, বৈঠক, সমাবেশ সহ ইত্যাদি কার্যক্রম সেরে নিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ও দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আসন্ন ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে মাঝেমাঝে এসে উপস্থিত হচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বও। এই অবস্থায় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অধীন জগন্নাথ বাড়ি এলাকায় দেওয়াল লিখন কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই কর্মসূচিতে সামিল হন ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তাগণ। পরে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতে মুখ্যমন্ত্রী বলেন, পদ্মফুলের কার্যক্রম দলীয় কর্মসূচিতেও রয়েছে। ২০২৪ লোকসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। রাজ্যের সব জায়গাতেই প্রচার কর্মসূচি জারি রাখা হয়েছে। আসন্ন লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা ৪০৪টি হতে পারে বলে জোর চর্চা চলছে। তবে এই আসন সংখ্যা ৪৫০টি কিংবা এর চাইতেও অধিক হতে পারে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্যসমূহ