আগরতলা, ১৫ জানুয়ারি: রাজধানী আগরতলার উত্তর বাধারঘাট এলাকার শঙ্করাচার্য বিদ্যায়তনের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে হীরক জয়ন্তী উদযাপন করা হচ্ছে। ৫ দিন ব্যাপী চলবে নানা কর্মসূচী। বিদ্যায়তনের পতাকা উত্তলনের মধ্য দিয়ে শুরু হয় এই হীরক জয়ন্তী উদযাপন। এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহাও। তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পাশাপাশি তাদের হাতে সার্টিফিকেটও তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৪০নং পুর ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী সহ বিদ্যায়তনের ছাত্রী-ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা সহ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের ছাত্র- ছাত্রীরা। এই প্রসঙ্গে উল্লেখ্য যে শঙ্করাচার্য বিদ্যায়তন ১৯৬৫ সাল থেকে যাত্রা শুরু করে অত্যন্ত সুনাম বজায় রেখেছে।
0 মন্তব্যসমূহ