Advertisement

Responsive Advertisement

চুরাইবাড়ী থানার হাতে আটক প্রায় ২১লক্ষ টাকার গাঁজা

অয়ন নাগ, ধর্মনগর, ২২ জানুয়ারি : ত্রিপুরার উত্তর জেলার চুরাইবাড়ী থানার ওসি সমরেশ দাসের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে আবারো গাঁজা আটক। সোমবার থানার সামনে জাতীয় সড়কে থাকা নাকা পয়েন্টে MH40BL-7944 নম্বরের দশ চাকার কন্টেনার গাড়ি তল্লাশি করে নেশা সামগ্রী উদ্ধার হয়। গাড়িটির ভিতরে থাকা দশ পেকেটে মোট বাহাত্তর কেজি গাঁজা জব্দ করা হয়। যার কালোবাজারি মূল্য একুশ লক্ষ টাকা হবে বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সেই সঙ্গে চালক বিজয় কুমার রেবত ও সহচালক ইদ্রিস আলীকে আটক করা হয়েছে। তাদের বাড়ি অসমে। চালক জানায় রাজধানী আগরতলা থেকে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল গাঁজা সহ এই অন্যান্য সামগ্ৰীগুলো। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করা হয়েছে চুরাইবাড়ি থানায়। ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ