Advertisement

Responsive Advertisement

নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রীদের স্বাগত জানালো আগরতলা বিমানবন্দর

আগরতলা, ২ জানুয়ারি : নৃত্যগীতের মধ্য দিয়ে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর কর্তৃপক্ষ ২০২৪ ইংরেজি নববর্ষকে স্বাগত জানালো। 'জোশিলয়' নামে ত্রিপুরা পুলিশের অর্কেস্ট্রা দল বিমানবন্দরের টার্মিনাল ভবনের ভেতরে যাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনোমুগ্ধকর বাদ্যযন্ত্রের মাধ্যমে স্বাগত জানায়। শিল্পীদের এই সুন্দর পরিবেশনা যাত্রীদের বাড়তি মনোরঞ্জন করে। শিল্পীদের এই পরিবেশনা দেখে যাত্রী থেকে শুরু করে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন বিমান সংস্থার কর্মীরাও নৃত্যের তালে তালের শরীর দোলাতে থাকেন। সব মিলিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের এই আয়োজন ব্যাপক সাড়া ফেলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ