আগরতলা, ৫ জানুয়ারি : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বেনারস লোকসভার সৌন্দর্যায়নের জন্য বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এইসব সৌন্দর্যায়নের মূর্তি তৈরির দায়িত্ব পেয়েছেন ত্রিপুরা রাজ্যের শিল্পীরা। এখান থেকে প্রায় ৪৫ টি ফাইবারের তৈরি দৃষ্টিনন্দন মূর্তি বেনারসের বিভিন্ন জায়গায় বসানো হবে। রাজধানী আগরতলার নজরুল কলা ক্ষেত্রের ললিতকলা একাডেমিতে এইসব মূর্তি তৈরীর কাজ চলছে। প্রায় ৫০ জন শিল্পী গত ১৫ ডিসেম্বর থেকে এই কাজ শুরু করেছেন। এই রাজ্য থেকে এ ধরনের কাজ করার সুযোগ পেয়েছেন শিল্পীরা। এই কাজগুলো খতিয়ে দেখতে শুক্রবার আগরতলার ললিতকলা একাডেমি চত্বর ঘুরে দেখলেন কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক রাজ্য মন্ত্রী মীনাক্ষী লেখি। পরিদর্শন কালে তিনি শিল্পীদের সঙ্গে কথা বলেন এবং কাজের প্রশংসা করেন। রাজ্যের শিল্পী যে সকল শিল্পকর্ম করছেন তার মধ্যে উত্তর পূর্বাঞ্চলে স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিও রয়েছে। এই মূর্তিগুলো দেখে তিনি গর্ববোধ করেন এবং জানান এর মাধ্যমে ভারতের ইতিহাস নতুন করে জানা সম্ভব হবে।
এই শিল্প কর্মের প্রজেক্ট কোডিনেটর হিসেবে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিল্পী এবং ললিতকলা একাডেমির সদস্য সুমন মজুমদার তিনিও এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
0 মন্তব্যসমূহ