আগরতলা, ৩ জানুয়ারি : বুধবার সারা ত্রিপুরা রাজ্য জুড়ে বিক্ষোভ ধর্না কর্মসূচি পালন করে গাড়ী চালকদের নানা সংগঠন। সড়ক দুর্ঘটনায় রাস টানতে সম্প্রতি ভারত সরকার পার্লামেন্টে "হিট এন্ড রান" নামে একটি বিলের প্রস্তাব এনেছে। প্রস্তাবিত এই বিলে উল্লেখ করা হয়েছে যদি গাড়ি চালক কোন দুর্ঘটনা করে পালিয়ে যায় তাহলে তার দশ লক্ষ টাকা জরিমানা এবং দশ বছরের জেল হবে। দুর্ঘটনার পর যদি গাড়ি চালক ঘটনাস্থলে থাকে তাহলে তার শাস্তি কিছুটা কম হবে। এক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা জরিমানা এবং পাঁচ বছরের জেল হবে। গাড়ি চালকদের বিভিন্ন সংগঠনের অভিযোগ এই আইনের ফলে পরিবহন ব্যবসার চরম ক্ষতির সম্মুখীন হবে। কেউ গাড়ি চালানোর পেশায় আসতে চাইবেন না। তাদের মতে এটি একটি কালো আইন। অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে। এই দাবিতে বুধবার সারা ত্রিপুরা রাজ্য ব্যাপী বিক্ষোভ ধর্ণা কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘ সহ অন্যান্য গাড়ী চালক সংগঠন গুলো। এদিন রাজধানী আগরতলার সিটি সেন্টারের সামনে তারা বিক্ষোপ কর্মসূচি পালন করে। সেই সঙ্গে তারা জানায় অবিলম্বে যদি সরকার এই বিল প্রত্যাহার না করে তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। এমনকি সড়ক অবরোধের মতো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে।
0 মন্তব্যসমূহ