আগরতলা, ২০ জানুয়ারি : প্রতি বছরের ন্যায় এবছরও রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উদযাপন করা হবে। এবছর এই বিশেষ দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। সেই সঙ্গে অন্যান্য বছরের মত এবছরও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করবে। শনিবার প্রতিষ্ঠানের তরফে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হয়েছে। সেই সঙ্গে এখন সংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।
0 মন্তব্যসমূহ