বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ জানুয়ারি : মিজোরাম থেকে আগত ব্রু উদ্বাস্তুদের বসবাসের জন্য শান্তিরবাজার মহকুমার লাউগাংসম এডিসি ভিলেজে ৩০হেক্টর জায়গা নির্ধারন করা হয়েছে। এই এলাকায় ৬৩৩ পরিবারের লোকজনের স্থায়ী ভাবে বসবাসের জন্য সরকারি ভাবে ঘর নির্মান করা হবে। যা ত্রিপুরা রাজ্যে ব্রু উদ্বাস্তুদের ১২তম এবং সর্বশেষ ক্যাম্প। তাদের জন্য নির্ধারিত করা জায়গায় আসতে শুরু করেছে। শুক্রবার রাতে এইক্যাম্পে প্রথম পর্যায়ে ৫৪ জন সদস্য এসেছে। তারা এখানে থেকে সব কাজ দেখাশুনা করবে। বাকি কাজ শেষ হলে পরবর্তী সময় ৬শ ৩৩পরিবারের লোকজন এই এলাকায় এসে বসবাস শুরু করবে।
শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে এই ৫৪ জনকে আনুষ্ঠানিক ভাবে বরন করে নেওয়া হয়। তখন উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লারন নোয়াতিয়া, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মহকুমার SDM সহ অন্যান্য আধিকারিকরা। পরবর্তীসময় প্রসাশনিক সহযোগীতায় সকলকে নির্ধারিত জায়গায় পৌঁছে দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ