Advertisement

Responsive Advertisement

রাম মন্দির প্রতিষ্ঠাকে সামনে রেখে শনিবার আগরতলায় শোভাযাত্রা অনুষ্ঠিত

আগরতলা, ১৩ জানুয়ারি: শত শত বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে ২২জানুয়ারি রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এই উপলক্ষে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এরাজ্যেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের উদ্যোগে শনিবার আগরতলায় শোভাযাত্রা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন পুরনো কেন্দ্রীয় সংশোধনাগার সংলগ্ন ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুল মাঠ থেকে বের হয় সুদৃশ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রায় রাম সীতা লক্ষণ এবং হনুমান সাজিয়ে নিয়ে যাওয়া হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্বামী বিবেকানন্দ ময়দানে এসে জমায়েত হয় এবং সেখানে হয় অনুষ্ঠান। ধর্মীয় গানের অনুষ্ঠান করেন স্থানীয় শিল্পীরা। পাশাপাশি হয় রাম নাম জপের আয়োজন করা হয় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে। এদিন শোভাযাত্রা ও অনুষ্ঠানে নানা বয়সী প্রচুর নারী-পুরুষ অংশ নিয়ে ছিলেন। সাধুসন্তরাও সামিল হয়েছিলেন এ দিনের এই কর্মসূচিতে। উপস্থিত ছিলেন শান্তিকালী আশ্রমের মহারাজ মহন্ত গয়ামণি ব্রক্ষ্মচারীসহ বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা। শান্তিকালী আশ্রমের মহারাজ রাম মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, দীর্ঘ ৫০০ বছর আন্দোলনের ফলে রাম মন্দির প্রতিষ্ঠা হতে যাচ্ছে। সেই সঙ্গে তিনি সনাতনী হিন্দু সমাজের কাছে আহ্বান রাখেন ২২ জানুয়ারি প্রতিটিতে হিন্দু ঘরে ঘরে রাম নাম জপ করা ও প্রদীপ প্রজ্জলনের জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ