Advertisement

Responsive Advertisement

বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে বিলোনিয়া নবোদয়ে তুলকালাম কান্ড

বিলোনিয়া, ২জানুয়ারি : দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকঅধীন বাঁশ পদুয়া জহর নবোদয় বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রদের মধ্যে বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে সংঘর্ষ বাঁধে। ফলে ২০জন ছাত্র কম বেশি আহত হয়। বিদ্যালয়ে এই ধরনের অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় এবং অভিভাবক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এই নিয়ে দেখা দিয়েছে চঞ্চল্য। ঘটনার সূত্রপাত গত ৩১ ডিসেম্বর রাতে। স্কুলের অনুমতি নিয়ে এই দিন রাতে স্কুল প্রাঙ্গনে চলছিল নতুন বছর আগমন উপলক্ষে অনুষ্ঠান এবং পিকনিক। স্কুল থেকে সময় বেধে দেওয়া হয়েছিল সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে নয়টার মধ্যে এই অনুষ্ঠান শেষ করতে হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠান বন্ধ করতে বলায় বাধে বিপত্তি। দ্বাদশ শ্রেণীর ছাত্ররা তা মানতে নারাজ। তাদের বক্তব্য অনুষ্ঠান আরো কিছুক্ষণ সময় চলবে। এই নিয়ে শিক্ষক এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি হয়। শিক্ষকদের পাত্তা না দিয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা অনুষ্ঠান আরো কিছু জারি রাখার জন্য একাদশ শ্রেণীর ছাত্রদের উস্কানি দিতে থাকে বলে অভিযোগ। কিন্তু একাদশ শ্রেণীর ছাত্ররা দ্বাদশ শ্রেণীর ছাত্রদের কথা মানতে নারাজ, এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে দ্বাদশ শ্রেনির ছাত্ররা। তবে ওই দিন রাতে আর তেমন কিছু হয়নি। দ্বাদশ শ্রেণীর ছাত্ররা সেদিন রাতে অন্যান্য ক্লাসের ছাত্রদের হুলিয়া জারি করে আসে ডাইনিং হল থেকে আনা টেবিল দিয়ে অনুষ্ঠানের যে স্টেজ বানানো হয়েছে , সে টেবিলগুলি যাতে পরের দিন সকালে কোন ছাত্ররা ডাইনিং হলে নিয়ে না যায়। এই টেবিলগুলো শিক্ষক শিক্ষিকারা ডাইনিং হলে নিয়ে যাবে বলে হুলিয়া জারি করে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। কিন্তু এই অনুষ্ঠানের দায়িত্বে যখন একাদশ শ্রেণীর ছাত্ররাই ছিল, সে অনুযায়ী ডাইনিং হলের টেবিলগুলি পরের দিন সকালে একাদশ শ্রেণির ছাত্ররা নিয়ে যায়। আর এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। একাদশ শ্রেণির ছাত্ররা ডাইনিং হলে বসে ভাত খাচ্ছিল সেই সময় কিছু দ্ধাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্র ডাইনিং হলের ভিতরে গিয়ে দরজা বন্ধ দিয়ে বাঁশ ও পাইপ দিয়ে বেধড়ক মারধর শুরু করে একাদশ শ্রেণির ছাত্রদের বলে অভিযোগ।
এই তাণ্ডবে একাদশ শ্রেণী ২০জন ছাত্র আহত হয়। ঘটনার রেশ চলে মঙ্গলবার পর্যন্ত। এই খবর প্রকাশ হতেই অভিভাবকরা স্কুলে ছুটে আসে। উত্তেজনা নিরসনে শিক্ষকরা অভিভাবকদের সাথে বৈঠক করে আপোষ মীমাংসার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করে। পাশাপাশি এই ঘটনার সম্পর্কে জেলাশাসককে অবহিত করা হয়েছে বলেও জানা যায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিভাবকরা জানান, যে সকল ছাত্ররা আক্রমণ সংগঠিত করেছে তাদের শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ