Advertisement

Responsive Advertisement

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বালক পুরস্কার প্রাপ্ত জোসনাকে সংবর্ধিত করল দীপাঞ্জলি

 


আগরতলা, ৩০ জানুয়ারি : নারী ক্ষমতায়ন এর ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০২৪ সালের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বালক পুরস্কার পেয়েছে দক্ষিণ জেলার বিলোনীয়া মহকুমার আমজাদ নগরের জ্যোৎস্না আক্তার। জ্যোৎস্না নিজ বিবাহ রুখে বাল্য বিবাহ রোধে এক অনন্য নজীর সৃষ্টি করেছেন। যা স্বীকৃতি স্বরূপ এ বছরের এই সম্মানে ভূষিত হয়েছে সে। ইতিমধ্যে জ্যোৎস্না আক্তার রাজ্যের মেয়েদের কাছে দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। আগরতলার দীপাঞ্জলি সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে তাকে সংবর্ধনা জানানো হয়। সংস্থার তরফে তার বাড়িতে গিয়ে নন্দিতা ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা তাকে সংবর্ধিত করেন। তাকে উত্তরীয় পরিয়ে হাতের সম্মাননা পত্র তুলে সংবর্ধনা দেন নন্দিতা ভট্টাচার্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ