Advertisement

Responsive Advertisement

রাষ্ট্রীয় হিন্দু বাহিনী ত্রিপুরার প্রদেশ কমিটির উদ্যোগে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা

আগরতলা, ২২জানুয়ারি: রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার সকালে রাষ্ট্রীয় হিন্দু বাহিনী ত্রিপুরার প্রদেশ কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রাজধানী আগরতলার বিজয় কুমার চৌমুহনি থেকে শোভাযাত্রা টি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়। সংগঠনের নেতা ও ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এদিনের এই কর্মসূচির সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে বলেন জনজাতি অংশের নানা বয়সী মানুষ রাম লালার প্রাণ প্রতিষ্ঠাকে নিয়ে ব্যাপক ভাবে উৎসাহিত। তাই জনজাতি ছাত্র ছাত্রী থেকে শুরু করে যুব সমাজ এবং নানা বয়সী মানুষ শোভাযাত্রায় সামিল হয়েছেন। এদিন জনজাতি পুরুষ মহিলারা তাদের চিরাচরিত পোশাক পরে শোভাযাত্রায় সামিল হয়েছিলেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ