Advertisement

Responsive Advertisement

মোবাইলকে কেন্দ্র করে মায়ের সঙ্গে ঝগড়া করে আত্মঘাতী না বালিকা

আগরতলা, ২জানুয়ারি : মোবাইল ফোনকে কেন্দ্র করে মায়ের সঙ্গে ঝগড়ার জেরে আত্মঘাতী নাবালিকা স্কুল ছাত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার অন্তর্গত দেওধরানী এলাকায়। মৃত নাবালিকার এক আত্মীয় জানান মেয়েটি সারাক্ষণ মোবাইল নিয়ে কথা বলতো। একদিন তার মা এইজন্য তাকে বকাঝকা করলে মেয়েটি অভিমানী হয়েসকলের অজান্তে বাড়িতে রাখা কীটনাশক খেয়ে ফেলে। কিছুক্ষণ পর মেয়েটি ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু সেখান থেকে ডাক্তার তাকে মেলাঘর হাসপাতালেপাঠিয়ে দেয়। মেলাঘর হাসপাতাল থেকে মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় সবশেষে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যার পর মেয়েটির মৃত্যু হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর নাবালিকার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ