Advertisement

Responsive Advertisement

হুলক গিবন সংরক্ষণ বিষয়ক তিন দিনের কর্মশালা চলছে আগরতলায়

আগরতলা, ১০ জানুয়ারি: রাজ্যের হুলক গিবন (উল্লুক) সংরক্ষনের জন্যর পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক একটি পরামর্শ মূলক কর্মশালা শুরু হয়েছে আগরতলায়। বুধবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই কর্মশালা চলবে ১২ জানুয়ারী পর্যন্ত। রাজ্য সরকারের বন দপ্তর, ত্রিপুরা বিশ্ববিদ্যাল এবং গুয়াহাটির আরণ্য'র যৌথ উদ্যোগে হচ্ছে এই কর্মশালা। বন দপ্তরের বিশেষজ্ঞদের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের ১৭জন প্রাইমেট বিশেষজ্ঞরা এতে অংশ নিয়েছেন।কর্মশালাটি ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ডে অর্থায়নে হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রাসাদ প্রসাইন, বন দপ্তরের পিসিসিএফ ও এইচওএফএফ ড. অবিনাশ কানফাদে, পিসিসিএফ প্রবীণ আগরওয়াল প্রমুখ। কর্মশালায় রাজ্যের আটটি জেলা থেকে বনদপ্তরের বিভিন্ন স্তরের কর্মী এবং আধিকারিকদের পাশাপাশি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
হুলক গিবন সংরক্ষণ বিষয়ক পরিকল্পনার প্রাথমিক উদ্দেশ্য হল তাদের প্রাকৃতিক আবাসস্থলে হুলক গিবনের টেকসই ভাবে বেঁচে থাকা এবং বংশবিস্তার নিশ্চিত করা। এই ব্যাপক পরিকল্পনার লক্ষ্য হল গিবন এবং প্রাইমেটদের প্রধান চ্যালেঞ্জ গুলি মোকাবেলা করা এবং রাজ্যে তাদের জীববৈচিত্র্যকে উন্নীত করা। তাদের বংশবিস্তার পর্যবেক্ষণ, বাসস্থান পুনরুদ্ধারের জন্য কৌশল প্রণয়ন। তাদের সংরক্ষনের জন্য স্থানীয় সম্প্রদায় গুলিকে জড়িত করা। আইন প্রয়োগকারী সংস্থার সংবেদনশীলতা। সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের জন্য কিছু বিষয় প্রণয়ন। বৈজ্ঞানিক গবেষণা এবং আচরণগত অধ্যয়ন। ২০২৫-২০৩০ সালের মধ্যে হুলক গিবন সংরক্ষণ বিষয়ক কর্ম পরিকল্পনা তৈরী করা। বন ব্যবস্থাপনার পরিবর্তিত পরিস্থিতিতে সংরক্ষণ পরিকল্পনা বন ও জীববৈচিত্র্যের বিভিন্ন উপাদানের সাথে সামঞ্জস্য বজায় রাখা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ