আগরতলা, ৩০ জানুয়ারি : প্রতি বছর ৩০ জানুয়ারির দিনটি ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদ দিবস। এবছর ৭৬ মহাত্মা গান্ধীর শহীদানের ৭৬ তম বর্ষ। সারাদেশের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও মঙ্গলবার মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন সকালে রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে ভারতের জাতীয় পতাকা, কংগ্রেস দলের পতাকা, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসসহ অন্যান্য সহসংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা হয়। এরপর মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সবশেষে রাজধানীর গান্ধীঘাট এলাকায় গিয়ে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেসের নেতা কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি শাহজাহান ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ