আগরতলা, ২২ জানুয়ারি : রাম জন্মভূমি অযোধ্যাতে আজ ভগবান রামচন্দ্রের প্রতিষ্ঠার মধ্য দিয়ে গত পাঁচশো বছর ধরে যারা রামকে বিশ্বাস করেন মনোবাসনা পূর্ণ হল। সোমবার অযোধ্যায় রাম মন্দিরে ভগবান রাম চন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে এই কথাগুলো বলেন ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন তিনি রাজধানী আগরতলার জগন্নাথ বাড়ি মন্দিরে এসে পূজা দেন। এরপর সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথাগুলো বলেন। পাশাপাশি তিনি আরো বলেন, গোটা বিশ্বের হিন্দু সমাজ এবং যারা রামায়ণকে বিশ্বাস করে, রামায়ণ পরেও আলোচনা করে একটি বিশেষ দিন। সারা বিশ্বের প্রতিটি মানুষের প্রতি রামচন্দ্রের আশীর্বাদ বর্ষিত হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। রাজ্যপালের দিন মন্দিরে পূজা পাশাপাশি গোশালাও পরিদর্শন করেন।
0 মন্তব্যসমূহ