অয়ন নাগ, ধর্মনগর, ৯ জানুয়ারি : গোটা দেশের মধ্যে ড্রাগস পাচারের স্বর্গরাজ্য হিসাবে পরিনত হচ্ছে উত্তরপূর্বাঞ্চল। তবে বসে নেই প্রশাসনও।ফলে প্রায় প্রতিদিন উত্তরপূর্বাঞ্চলের কোথাও না কোথা নিষিদ্ধ ড্রাগস সহ ধরা পড়ছে পাচারকারিরা। এমন এক অভিযানে মঙ্গলবার করিমগঞ্জের সুপ্রাকান্দিতে প্রায় একশ কোটি টাকার ড্রাগস সহ ধরা পড়ল চার পাচারকারি।এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।
আগাম খবরের ভিত্তিত্বে এদিন মিজোরাম থেকে আসা MZ 06A 1422(এমজেড জিরো সিক্স,এ,ওয়ান ফোর টু টু) নম্বরের একটি মারুতি গাড়ী আটক করে তল্লাশি করে সদর ও নিলামবাজার পুলিশ। এতে গাড়ীর বিভিন্ন গোপন খোপ থেকে পাঁচ কিলোগ্ৰাম হেরোইন সহ চৌষট্টি হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। যার কালোবাজারী মূল্য প্রায় এক কোটি টাকার মত হবে বলে পুলিশ জানিয়েছে। গাড়ি থেকে আটক করা হয় পাথারকান্দির নুর আহমদ সহ মিজোরামের জসংলাইনি, রামনোকিখাও এবং লালচামনিয়ানাকে। বর্তমানে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে টানা জিঙ্গাসাবাদ চালিয়ে যাচ্ছে নিলামবাজার পুলিশ।
0 মন্তব্যসমূহ