শান্তিরবাজার, ৪ জানুয়ারি : রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুন করতে। রাজ্য সরকারের উদ্দ্যোশ্যকে সাফল্য মন্ডীত করতে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। এরই মধ্যে জোলাইবাড়ী কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক শ্রীদাম দাসের উদ্যোগে কৃষকদের উন্নয়ন প্রকল্পে সরকারি ভাবে ধান ক্রয়ের কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করছে। রাজ্য সরকারের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়কের উদ্যোগে জোলাইবাড়ী মোটর স্ট্যান্ডে সরকারি মূল্যে ধান ক্রয় করা হচ্ছে। ধানক্রয়ের আজ প্রথমদিনে জায়গা পরিদর্শন করলেন কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিক। পরিদর্শনের পাশাপাশি কৃষকদের সঙ্গে কথা বললেন। রাজ্য সরকারের জন কল্যানমুখী প্রকল্পের জন্য সকলে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এই পরিদর্শনে কেন্দ্রীয়মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস সহ অন্যান্যরা। সরকারি ভাবে ধানক্রয় সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়ক। আজকের এইধান ক্রয়ে উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
0 মন্তব্যসমূহ