Advertisement

Responsive Advertisement

অসুস্থ বাম নেতাকে দেখতে আইজিএম হাসপাতালে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা, ১২ জানুয়ারি: রাজনৈতিক বিভেদের উর্ধে উঠে আবারো মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত দেখালেন ত্রিপুরার অগ্নিকন্যা জননেত্রী কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। 
ত্রিপুরা রাজ্যের বাম নেতা নিশীথ দাস অসুস্থ হয়ে রাজধানীর আইজিএম হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর পেয়ে শুক্রবার অসুস্থ বাম নেতাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। কথা বললেন নিশীথ দাসের সাথে। পাশাপাশি চিকিৎসকদের সাথে কথা বলে অবগত হলেন উনার শারীরিক অবস্থার সম্পর্কে। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় সংবাদ মাধ্যমকে প্রতিমা ভৌমিক বলেন, নিশীথ দাস বাম আন্দোলনের অন্যতম হেভিওয়েট নেতা, তিনি একসময় পুর কাউন্সিলারও ছিলেন। যখন তিনি সক্রিয় ভাবে রাজনীতি করতেন তখন নিঃস্বার্থ ভাবে জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। অসুস্থ নেতার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। তার এই উদারতার প্রশংসা করেন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে আমজনতা সকলে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ