Advertisement

Responsive Advertisement

অশান্তির মাঝে রাজ্যে এলেন প্রদেশ কমিটির ইনচার্জ

অশান্তির মাঝে রাজ্যে এলেন প্রদেশ কমিটির ইনচার্জ
আগরতলা, ১৮ জানুয়ারি : বৃহস্পতিবার রাজ্যে এসেছেন প্রদেশ কমিটির ইনচার্জ গিরিশ চোরনকার (Girish Chodankar)। কিন্তু তার এই আগমনে যেন হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে। যেখানে জাতীয় স্তরের নেতার আগমনে কংগ্রেসের মরা গাঙে বান আন আসার কথা, সেখানে রাজ্যবাসীর সামনে যেন শত ভাগে খণ্ডিত সংগঠনের চেহারাকে যেন আর স্পষ্ট করে তোলেছে। প্রদেশ সভাপতি এবং তার আশেপাশের কয়েক জন ছাড়া আর কেউকেই দেখা যায়নি। দলের একাধিক শাখা সংঘঠন রয়েছে। এই সংঘঠন গুলির শীর্ষস্থানীয় নেতৃত্বদের কাউকেই দেখা যায়নি এদিন। সূত্রের খবর শাখা সংঘঠনের নেতাদের এই বিষয়ে কিছুই অবগত করা হয়নি। 
এদিন জাতীয় নেতার সঙ্গে বড়দোয়ালীর নেতা ছাড়া আর বিশেষ কাউকে দেখা যায়নি বলেও দলের ভেতরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ও যার জেরে দলের অভ্যন্তরেই গুঞ্জন শুরু হয়েছে। সেই সঙ্গে তুষের আগুনের মতো অনেকেই জ্বলছেন কখন যে বড় শিখায় জ্বলে উঠবে তা বলা কঠিন। তখন তা সামাল দেওয়ায় কঠিন হয়ে পড়বে বলে অভিমত একাংশ স্বচেতন মহলের। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ