Advertisement

Responsive Advertisement

আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ আটক

আগরতলা, ২৮ জানুয়ারি : আন্ত:রাজ্য নেশা কারবারিরা আগরতলা রেল স্টেশনকে নেশা পাচারের করিডোর হিসেবে ব্যবহার করছে। তবে রেলওয়ে নিরাপত্তা রক্ষি বাহিনী GRP-ও চুপচাপ বসে নেই। তাদের তৎপরতায় বহি রাজ্য থেকে ত্রিপুরায় ট্রেনে করে নিয়ে আসা বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ এস-কাফ আটক করতে সক্ষম হয়েছে। আগরতলা রেল স্টেশনের GRP থানার ওসি সংবাদ মাধ্যমকে জানান, রবিবার গোপন সূত্রের ভিত্তিতে তাদের কাছে খবর আসে রানী কমলাবতী এক্সপ্রেস ট্রেনে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ আগরতলায় আসছে। এই খবরের ভিত্তিতে তারা তৎপর হয়ে যান এবং ট্রেন স্টেশনে পৌঁছার আগেই পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী নিয়ে স্টেশন চত্বরে অবস্থান করেন। ট্রেন স্টেশনে পৌঁছা মাত্রই নিরাপত্তা কর্মীরা তল্লাশি শুরু করে দেন। সন্দেহভাজন ৬ ব্যক্তিকে ব্যাগ থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। সব মিলিয়ে ৮টি ব্যাগের মধ্য থেকে প্রায় ৯৭০ বোতল কফ সিরাপ উদ্ধার হয়। এরা সকলেই বিহারের বাসিন্দা। তাদেরকে আদালতে তুলে আবার রিমান্ডে নিয়ে আসা হবে এবং একসঙ্গে আর কে কে জড়িত রয়েছে, কোথা থেকে এই নিষিদ্ধ সামগ্রী গুলো নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় পৌঁছানোর উদ্দেশ্য ছিল তা খুঁজে বের করার চেষ্টা হবে বলে জানান ওসি। এদিনের এই অভিযানটি যৌথভাবে পরিচালনা করে GRP এবং RPF বাহিনী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ