Advertisement

Responsive Advertisement

না ফেরার দেশে চিত্র সাংবাদিক দেবাশীষ বড়ুয়া

 
আগরতলা, ২৯ জানুয়ারি : না ফেরার দেশে আগরতলা প্রেস ক্লাবের সদস্য চিত্র সাংবাদিক দেবাশীষ বড়ুয়া। সোমবার সকাল সাড়ে ছয়টা নাগাদ জি বি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫২ বছর। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তার অকাল প্রয়ানে সংবাদ জগতে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর পেয়েই জি বি হাসপাতাল ও ধলেশ্বর আট নম্বর রোড এলাকার তার বাড়িতে ছুটে যান সাংবাদিকসহ সংবাদ মাধ্যমের সহকর্মীরা।
পরে তার দেহ আগরতলা প্রেসক্লাবে নিয়ে এলে ফুল মালা দিয়ে শেষশ্রদ্ধা জানিয়েছেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে সহ সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ অনেক আত্মীয় পরিজন রেখে গেছেন। উনার মৃত্যুতে গভীর শোক প্রাকাশ করেছে আগরতলা প্রেস ক্লাব। তার আত্মার চিরশান্তি কামনা করে প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
সবশেষে মৃতদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে। যেখানে শেষকৃত্য সম্পন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ