Advertisement

Responsive Advertisement

জোলাইবাড়ী ব্লকের কনফারেন্স হলে অনুষ্ঠিত দিশা মিটিং

বিশ্বের মজুমদার শান্তিরবাজার, ৪ জানুয়ারি:  রাজ্য সরকারের উন্নয়ন মূলক কর্মসূচীগুলি সঠিক ভাবে রূপয়িত হচ্ছে কিনা ও সুযোগ সুবিধাগুলি লোকজনদের কাছে পৌঁছাচ্ছে কিনা তা যাচাই করার জন্য প্রত্যেক মাসে দিশা মিটিং কর হয়। যার মধ্যে বৃহস্পতিবার জোলাইবাড়ী ব্লকের কনফারেন্স হলে দক্ষিন জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে জেলা ভিত্তিক দিশা মিটিং করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, মনু বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিন জেলার জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা।
এদিনের আলোচনার মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজের দিকগুলি সম্পর্কে আলোচনা করা হয়। উন্নয়ন মূলক কাজে কোনো প্রকারের অসুবিধার সন্মুখিন হলে সেগুলি কিভাবে দ্রুততার সঙ্গে সমাধান করাযায় তা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে আলোচনার গুরত্ব সম্পর্কে জানালেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রী জানান বিগতদিনে লোকজনেরা বিভিন্ন সুযোগ সুবিধা পেতে হলে দলের লাইনে ঘুরতে হতো। বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উদ্দ্যোগে সমস্ত প্রকারের সুযোগ সুবিধাগুলি লোকজনদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। লোকজনদের কোনো প্রকারের অসুবিধার সন্মুখিন হলে জেলা শাসক ও মহকুমাশাসকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ