আগরতলা, ১০ জানুয়ারি: লোকসভা নির্বাচনকে সামনে রেখে অন্যান্য বিরোধী দলগুলি যখন ঠিক ভাবে নিজেদের সংগঠনকে সাজাতে পারেনি। এই পরিস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির দেওয়াল লিখন কর্মসূচি শুরু করে দিল। বুধবার বনমালীপুর মন্ডল অফিসের সামনে থেকে এই কর্মসূচির সূচনা করা হয়। ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য নিজ হাতে প্রতীক একে এই কর্মসূচীর সূচনা করেন। তখন সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন ৯নং বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্র শেখর দেব সহ অন্যান্য কর্মকর্তারা।
এদিন সভাপতি বলেন, নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আবার মানুষ দেখতে চাইছেন। এই লক্ষ্যকে সামনে রেখে তাই এখন কাজ চলছে। পাশাপাশি রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে চাইছেন সকলে। এই লক্ষ্যকে সামনে রেখে বিজেপির তরফে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। এই কর্মসূচি গুলির একটি হচ্ছে দেওয়াল লিখন। তাই এদিন সারা রাজ্যে দেওয়াল লিখন কর্মসূচি শুরু হয়েছে। প্রতিটি বুথে ন্যূনতম পাঁচটি জায়গায় দলের প্রতীক চিহ্ন পদ্মফুলকে এবং ফিরছে একবার মোদি সরকার স্লোগান লিখে দেওয়া হচ্ছে বলে জানান। পাশাপাশি তুমি সকলের প্রতি আহ্বান রাখেন এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এর ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে সকলে যেন বিজেপিকে ভোট দেন।
0 মন্তব্যসমূহ