ধর্মনগর, ৯ জানুয়ারি : দীর্ঘ বছর পালিয়ে বেড়ালেও অবশেষে পুলিশের জালে আটক হল গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবক।
২০০৫ সালে ঊনকোটি জেলা সদর কৈলাসহরের একটি গণধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযুগে অভিযুক্ত হয় বিট্টু দাস নামে এক যুবক। এই ঘটনার পর সে গা ঢাকা দেয় এবং এতদিন পর্যন্ত পলাতক ছিল। বিভিন্ন সময় তাকে ধরার জন্য পুলিশ নানা ভাবে চেষ্টা করলেও সে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা প্রয়োগ করে পালিয়ে যেতে সমর্থ হয়েছিল।
বিট্টু দাসের বাবার নাম বিপুল দাস বাড়ি ধর্মনগরের আলগাপুরে। গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ জানতে পারে বিট্টু দাস বাড়িতে এসেছে।বিট্টু দাসের পায়ে কিছুটা অসুবিধা সৃষ্টি হওয়ায় সে ঠিক করে হাঁটতে পারে না এখন। সেই সুযোগকে কাজে লাগিয়ে ধর্মনগর থানার পুলিশ বিট্টু দাস (৩৪) কে গ্রেফতার করে কৈলাসহর আদালতে প্রেরণ করে। উল্লেখ্য ঘটনাটি কৈলা শহরের জগন্নাথপুরের। এই ঘটনায় তিনজন অভিযুক্ত ছিল তার মধ্যে একজন কারাবাস করে সাজা কেটে বের হয়ে এসেছে।
0 মন্তব্যসমূহ