Advertisement

Responsive Advertisement

শুক্রবার শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন

আগরতলা, ৪জানুয়ারী : শুক্রবার শুরু হতে চলেছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার তৃতীয় অধিবেশন। এই অধিবেশনকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার শ্যামাপ্রাসাদ মার্গের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা'র পাশাপাশি উপস্থিত ছিলেন স্পিকার বিশ্ববন্ধু সেন, ডেপুটি স্পিকার রামপ্রাসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়মন্ত্রীসভার সব সদস্য-সদস্যাসহ ট্রেজারি বেঞ্চের সব সদস্য। সেই সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যও। এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন, বিধানসভার সকল সদস্যের সহযোগিতায় এবং জনকল্যাণমুখী ইতিবাচক আলোচনায় সফল হয়ে উঠবে এই অধিবেশন।
শুক্রবার শুরু হওয়া ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার তৃতীয় অধিবেশন চলবে ১১জানুয়ারি পর্যন্ত। অধিবেশন চলাকালীন সময়ে মাঝে শনি এবং রবিবার বন্ধ থাকবে। সব মিলিয়ে বিধানসভা চলবে ৫ দিন। বিজনেস অ্যাডভাইজারি কমিটির সদস্যরা বৈঠক করে অধিবেশনের বিস্তারিত বিষয় স্থির করেছেন। রাজ্যপালের ভাষণ এর মধ্য দিয়ে বিধানসভা অধিবেশন শুরু হবে। আপাতত মূল দুটি বিল উত্থাপিত করার সিদ্ধান্ত হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ