আগরতলা, ২জানুয়ারি : সড়ক দুর্ঘটনাকে নিয়ে সম্প্রতি পার্লামেন্টে যে হিট এন্ড রান নামে যে বিল আনা হচ্ছে তার তীব্র বিরোধীতা করছে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘ ও ভারতীয় মজদুর সংঘ। এই বিলের প্রতিবাদ জমিয়ে এই দুই সংঘের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
রাজধানী আগরতলার বড়দোয়ালী এলাকার ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘ'র প্রধান কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন করে তাদের আপত্তির কথা জানানো হয়। পার্লামেন্টে হিট এন্ড রান ২০২৩ বিলের যে খসড়া প্রকাশ করেছেন। এই বিল যাতে নতুন বিষয়টির উল্লেখ রয়েছে। তাই এই বিলটির তীব্র বিরোধীতা করছেন। এই বিল প্রত্যাহারের দাবীতে বুধবার আগরতলার সিটি সেন্টারের সামনে বিক্ষোভ করা হবে।
0 মন্তব্যসমূহ