শান্তিরবাজার, ২০ জানুয়ারি : দক্ষিণ জেলা হাসপাতালে এক প্রসূতি মায়ের মৃত্যুর খবর পেয়ে রাতেই ছুটে গেলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মৃতার পরিবারসহ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা সম্পর্কে অবগত হন মন্ত্রী।
সাব্রুম মহকুমার মইরা এলাকার বাসিন্দা রাকেশ ত্রিপুরার স্ত্রী জুলি ত্রিপুরা স্থানীয় কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। শিশুর জন্মের পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। এখন কর্তব্যরত চিকিৎসকরা তাকে দক্ষিণ জেলা হাসপাতালে রেফার করেন। জেলা হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পারেন প্রসূতির রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অস্বাভাবিক পরিমাণে কম রয়েছে। তখন জেলা হাসপাতাল থেকে প্রসূতি জুলি ত্রিপুরাকে রক্ত দেওয়া হয়। তারপরও শেষ রক্ষা হয়নি, শুক্রবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুর খবর পেয়ে রাত সাড়ে দশটা নাগাদ জেলা হাসপাতালে ছুটে যান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। মন্ত্রী ডাক্তার এবং রোগীর পরিজনের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। সেই সঙ্গে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে বলে জানান।
0 মন্তব্যসমূহ