Advertisement

Responsive Advertisement

মার্চ মাসে জিবি বাজারের অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স গড়ে তোলা হবে: মেয়র

 আগরতলা, ২১ জানুয়ারি : রবিবার জিবি বাজার এলাকা পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই সময় তার সঙ্গে ছিলেন অন্যান্য কর্পোরেটর সহ নিগমের আধিকারিকরা। এদিন পরিদর্শনের বিষয়ে কথা বলতে গিয়ে মেয়র জানান, রাজধানী আগরতলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা হল জিবি বাজার। এই এলাকায় যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়ে ছিল। এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এসেছে আগরতলা পুর নিগম। স্থানীয় এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ইতিমধ্যে বাজারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। এলাকায় একটি আধুনিক বাজার তৈরি করার জন্য ইতিমধ্যে জমি পরিষ্কার করা হয়েছে আগামী মার্চ মাস থেকে এই কাজ শুরু হয়ে যাবে। এক বছরের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কাজগুলো শেষ হয়ে গেলে একদিকে যেমন ব্যবসায়ীরা বিজ্ঞানসম্মত বাজার পাবেন যার ফলে তাদের কাজকর্ম করতে সুবিধা হবে তেমনি যানবাহন এবং সাধারণ মানুষের চলাফেরার সুবিধা হবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ