গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার ৮ নম্বর জাতীয় সড়কের বেতবাগানস্থিত নাকা পয়েন্টে গাঁজা উদ্ধার করে যানবাহনে তল্লাশি চালানোর সময় পুলিস এই সাফল্য পায়। এদিন সকালে ১ কোটি ৬৩ লক্ষ টাকার গাঁজা উদ্ধারের পর বিকেল নাগাদ একই জায়গায় আমবাসা থানার পুলিশ সন্দেহজনক ভাবে ২টি ছোট গাড়িতে তল্লাশি চালিয়ে ৪১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে।ফের গাঁজা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী, দায়িত্বপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উচুই, আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা সহ অন্যান্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানান, উদ্ধার করা গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। যদিও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কারণ গাড়ি চালক পালিয়ে যায়। তবে ঘটনার তদন্ত চলছে। এদিন সকালে লরিতে তল্লাশি চালিয়ে ১ কোটি ৬৩ লাখ টাকার গাঁজা উদ্ধার করে পুলিস। গ্রেপ্তার করা হয় পাঞ্জাবের বাসিন্দা গাড়ি চালককে। বহিঃরাজ্যে পাচারের জন্যই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের চোখ ফাঁকি দিতে গাঁজা গুলিকে রাবার শিটদিয়ে মুড়ে ফেলা হয়।
0 মন্তব্যসমূহ