আগরতলা,২৪ জানুয়ারি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন শান্তি কালী আশ্রমের মহারাজ। পাশাপাশি তিনি যোগী আদিত্যনাথের হাতে ত্রিপুরা সুন্দরী মন্দিরের একটি রেপ্লিকা তুলে দেন। যোগী আদিত্যনাথকে ত্রিপুরা রাজ্যে আসার আমন্ত্রণ জানান। যোগী আদিত্য নাথ এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। এখনো তার রাজ্য সফরের দিনক্ষণ স্থির হয়নি। তবে তিনি রাজ্য সফরে আসছেন এটা নিশ্চিত। রাম মন্দিরের উদ্বোধনে দেশের বিশিষ্ট অতিথিদের সঙ্গে অযোধ্যায় উপস্থিত ছিলেন শান্তি কালি মহারাজ। এই সফরের অংশ হিসেবে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ'র সঙ্গে দেখা করেন এবং রাজ্যে আসার আমন্ত্রণ জানান। সে রাজ্যের মুখ্যমন্ত্রীও আমন্ত্রণ গ্রহণ করে আসার নিশ্চয়তা দিয়েছেন। উত্তরপ্রদেশের মত রাজ্যেও সমান জনপ্রিয়তা রয়েছে যোগী আদিত্যনাথের। এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্য বাসীর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে কবে আসছেন আদিত্যনাথ রাজ্যে। ২০২৩ সালের রাজ্য বিধানসভার নির্বাচনেও তিনি প্রচারক হিসেবে এসেছিলেন। তিনি যেখানে যেখানে সভা করেছেন সেখানে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে ছিল এবং সবকটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছিল। তাই এবার রাজ্যে এলে তাকে ঘিরে মানুষের মধ্যে আরও বেশি উৎসাহ তৈরি হবে তা স্বাভাবিক।
0 মন্তব্যসমূহ