আগরতলা, ২৭ জানুয়ারি : ৩৪ তম শিল্প ও বাণিজ্য মেলায় আগরতলার লেম্বুছড়া এলাকার কলেজ অফ ফিশারিজ'র তরফে "খাদ্যের জন্য মাছ, মাছের জন্য খাদ্য" থিমের অধীনে মৎস্য-ভিত্তিক একটি স্টল খোলা হয়েছে।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহাসহ শিল্প দপ্তর সহ অন্যান্য দপ্তরের সচিব এবং আধিকারিকরা স্টল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী এই কলেজ এবং ছাত্র ইন্টার্নদের দ্বারা তৈরী স্টার্ট-আপ ভিত্তিক উদ্যোক্তাদের সাথেও মতবিনিময় করেন। এই কলেজের সহকারী অধ্যাপক ডঃ বহ্নি ধর এবং ডঃ অমিতাভ ঘোষের নেতৃত্বে প্রদর্শনী দলের নেতৃত্বে ছিলেন এবং তারা মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কাছে কলেজের কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
0 মন্তব্যসমূহ