Advertisement

Responsive Advertisement

শিল্প বাণিজ্য মেলায় কারিগরি প্যাভিলিয়নে লেম্বুছড়ার কলেজ অফ ফিশারিজের স্টল ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী



আগরতলা, ২৭ জানুয়ারি : ৩৪ তম শিল্প ও বাণিজ্য মেলায় আগরতলার লেম্বুছড়া এলাকার কলেজ অফ ফিশারিজ'র তরফে "খাদ্যের জন্য মাছ, মাছের জন্য খাদ্য" থিমের অধীনে মৎস্য-ভিত্তিক একটি স্টল খোলা হয়েছে।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহাসহ শিল্প দপ্তর সহ অন্যান্য দপ্তরের সচিব এবং আধিকারিকরা স্টল ঘুরে দেখেন  মুখ্যমন্ত্রী এই কলেজ এবং ছাত্র ইন্টার্নদের দ্বারা তৈরী স্টার্ট-আপ ভিত্তিক উদ্যোক্তাদের সাথেও মতবিনিময় করেন। এই কলেজের সহকারী অধ্যাপক ডঃ বহ্নি ধর এবং ডঃ অমিতাভ ঘোষের নেতৃত্বে প্রদর্শনী দলের নেতৃত্বে ছিলেন এবং তারা মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কাছে কলেজের কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
কলেজের ডিন প্রফেসর এ.বি. প্যাটেল  ড. অনুপম মিশ্র,  উপাচার্যর সমর্থন ও নির্দেশনা স্বীকার করেছেন এবং সফলভাবে প্রোগ্রামটি সমন্বয় করার জন্য ড. প্রসেনজিৎ পাল এবং ড. অমিতাভ ঘোষকে ধন্যবাদ জানিয়েছেন৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ