বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৮ জানুয়ারি : ২২ জানুয়ারির উদ্বোধন হবে অযোধ্যার বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। মন্দিরের এই উদ্বোধনকে ঘিরে সারা দেশে এখন চলছে জোর প্রস্তুতি। একে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবে প্রস্তুতি নিচ্ছেন। রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এক অভিনব উদ্যোগ নিলেন উদয়পুরের বেলতলী এলাকার বাসিন্দা মাধাই দত্ত। তিনি দক্ষিণ জেলার সাব্রুম থেকে উত্তর জেলার চুড়াইবাড়ি এলাকা পর্যন্ত পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন। তার এই পদযাত্রার উদ্দেশ্য মানুষের মধ্যে দেশ ভক্তির বার্তা ছড়িয়ে দেওয়া। মাধাই দত্ত শান্তিরবাজার মহকুমার মনপাথর বাজারে অতিক্রম করে ফেলেছেন। মাধাই দত্তের নিকট উনার এই পদযাত্রা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, জয় শ্রীরাম, জয় জোওয়ান জয় কিষান শ্লোগানকে সামনে রেখে তার এই পদযাত্রা। সাধারণ মানুষ তাকে ব্যাপক উৎসাহ ও সমর্থন যোগাচ্ছেন বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
0 মন্তব্যসমূহ