আগরতলা,১১ জানুয়ারি : বর্তমান সময়ে প্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম। নির্বাচনী কাজে এই মাধ্যমকে গুরুত্বের সঙ্গে ব্যবহার করছে শাসক দল বিজেপি। এর জন্য বিজেপির তরফে নমো নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপের বিষয়ে বৃহস্পতিবার পশ্চিম জেলা ভিত্তিক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, নোমো অ্যাপের রাষ্ট্রীয় স্তরের কনভেনার শৈলেস পান্ডে, ত্রিপুরা প্রদেশ বিজেপি আইটি সেলের কনভেনার চন্দন দেবনাথসহ পশ্চিম জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালা শুরুর আগে এদিনের এই কর্মসূচি সম্পর্কে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, আর কিছু দিন পর সবচেয়ে বড় উৎসব লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করে তোলা হচ্ছে। আবারো দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে দেখতে চাইছেন সকলে। এই নির্বাচনের রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এর সাহায্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহ বিজেপির সংকল্প গুলিকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যেপৌঁছে দেওয়ার কাজ চলছে। এর অংশ হিসেবে নমো অ্যাপ ব্যবহার করা হচ্ছে। এই অ্যাপ সম্পর্কে কার্যকর্তাদেরকে আরো সচেতন করে তুলার লোককে জেলা ভিত্তিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে। তার অংশ হিসেবে বৃহস্পতিবারের এই কর্মসূচি হচ্ছে।
0 মন্তব্যসমূহ