মানুষের জন্য প্রকৃত উন্নয়ন করতে পারে শুধুমাত্র বিজেপি: রতন লাল নাথ
জানুয়ারী ২৭, ২০২৪
আগরতলা, ২৭ জানুয়ারি : বিজেপি মানেই উন্নয়ন। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। জনজাতিদের উন্নয়নও একমাত্র করতে পারে বিজেপি। অন্য সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে আঞ্চলিক দল দাবি তুলতে পারে, প্রলোভন দেখিয়ে মানুষকে মিছিলে হাটাতে পারে। কিন্তু মানুষের ঘরে সুবিধা পৌঁছে দিতে হলে বিজেপি দরকার। শনিবার মোহনপুর মন্ডলের ৬নং বুথের দেবাপুরা এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন মন্ত্রী রতন লাল নাথ। মোহনপুরের উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে এদিনের আয়োজিত যোগদান সভায় ৩০পরিবারের ৯৩ জন জনজাতি ভোটার বিজেপিতে যোগদান করেন। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলে তাদের স্বাগত জানান এলাকার বিধায়ক রাজ্যের বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ।
0 মন্তব্যসমূহ